ইমারত নির্মাণ বিধিমালা_ড্যাপ_২০২২-২০৩৫

ইমারত নির্মাণ বিধিমালা (পর্ব-১)

ইমারত নির্মাণ বিধিমালা (পর্ব-১)

ভবনের নকশা প্রনয়ণ ও নির্মানের জন্য স্থপতি, প্রকৌশলী ও ভোক্তা সাধারনের ভবন নির্মান সংক্রান্ত বিভিন্ন ইমারত নির্মাণ বিধিমালা সম্পর্কে ধারনা থাকা বাঞ্ছনীয়। নিচে বেশ কয়েকটি ইমারত নির্মাণ বিধিমালা PDF আকারে দেয়া হল।

পর্ব-২ তে ড্যাপ এর ফাইনাল রিপোর্টের জন্য ক্লিক করুন

কিভাবে করবেন ফার ক্যালকুলেশন? বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

ব্লকভিত্তিক উন্নয়নের ফার ক্যালকুলেশন কিভাবে করবেন? বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা-২০০৮

রাজধানী ঢাকার রাজঊক আওতাধীন এলাকার জন্য এই বিধিমালাটি প্রযোজ্য। DAP 2022-35 চালু হলেও নতুন ইমারত নির্ঢামাণ বিধিমালা প্রকাশিত না হওয়া পর্যন্ত ইমারত নির্মাণ বিধিমালা ২০০৮ এর বেশ কিছু ফিচার ড্যাপ এর জন্য প্রযোজ্য হবে। ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা-২০০৮ ডাউনলোড করতে পারবেন এই লিংকে https://tinyurl.com/3chtmxcw

How to Prepare RAJUK Approval Drawing under DMINB-2008

architecture books to buy rokomari

বাড়ি নির্মাণ ও স্থাপত্য সংক্রান্ত বই কিনতে এখানে ক্লিক করুন

ঢাকা ক্যান্টনমেন্ট ইমারত নির্মাণ উপ-আইন ২০২০

ক্যান্টনমেন্ট এলাকাতে বিধিমাল-২০০৮ প্রযোজ্য নয়। কারন এসব এলাকা রাজউক নয় বরং ক্যান্টনমেন্ট বোর্ডের আওতাধীন। সুতরাং, বর্তমানে ঢাকাসহ অন্যান্য ক্যান্টনমেন্ট আওতাধীন এলাকা সমুহের জন্য এই বিধিমালাটি প্রযোজ্য। যেমন সমস্ত DOHS এলাকা অথবা ব্যক্তিমালিকানাধীন এলাকা যা ক্যান্টনমেন্ট বোর্ড এলাকার অন্তর্ভুক্ত।

ঢাকা ক্যান্টনমেন্ট ইমারত নির্মাণ উপ-আইন ২০২০ বা Cantonment Board Act-2020 ডাউনলোডের জন্য ক্লিক করুন এই লিংকে https://tinyurl.com/nfmucfxs

বেসরকারী আবাসিক প্রকল্পের ভূমি উন্নয়ন , বিধিমালা-২০০৪

বিধিমালাটি ডাউনলোড করতে পারবেন এই লিংকে https://tinyurl.com/2v43y62a

অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ আইন ২০০৩

ভবনের অগ্নি-নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এই আইন্ প্রণয়ন করা হয়। ভবন সুন্দর হলেও যথার্থ কারযকারিতে পাবে না যদি অগ্নি-নিরাপত্তা নিশ্চিত করা না হয়।  এই আইনটির ডাউনলোড লিংক https://tinyurl.com/yc8m9xtt

ইমারত নির্মাণ বিধিমালা -১৯৯৬

বর্তমানে রাজউকের এবং চউকের আওতাধীন এলাকা বাদে সমস্ত বাংলাদেশের জন্য এই বিধিমালাটি প্রযোজ্য। বাংলাদেশের সমস্ত পৌরসভাতে এই আইন মেনে ভবনের অনুমোদন দেয়া হয়ে থাকে। অনেকে এই আইনকে পৌরসভা ইমারত আইন বলেও অভিহিত করে থাকেন।   ইমারত নির্মাণ বিধিমালা-১৯৯৬ ডাউনলোড করতে পারবেন এই লিংকে https://tinyurl.com/y2p5dxrw

রাজউক নির্মাণ অনুমোদনের চেকলিস্ট

ইমারত নির্মাণ বিধিমালা

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

এছাড়াও বিধিমালা গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা জানতে আমদের LAW GUIDE বিভাগ ভিজিট করতে পারেন। 

কিভাবে করবেন ফার ক্যালকুলেশন? বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

ব্লকভিত্তিক উন্নয়নের ফার ক্যালকুলেশন কিভাবে করবেন? বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *