DAP_2022-2035 ইমারত নির্মাণ বিধিমালা (পর্ব-২)
DAP_2022-2035 ইমারত নির্মাণ বিধিমালা (পর্ব-২)
ভবনের নকশা প্রনয়ণ ও নির্মানের জন্য স্থপতি, প্রকৌশলী ও ভোক্তা সাধারনের ভবন নির্মান সংক্রান্ত বিভিন্ন ইমারত নির্মাণ বিধিমালা সম্পর্কে ধারনা থাকা বাঞ্ছনীয়। DAP_2022-2035 ইমারত নির্মাণ বিধিমালা (পর্ব-২) এ থাকছে ড্যাপ_২০২২-২০৩৫ এর ফাইনাল রিপোর্ট। এছাড়াও তার পরে বেশ কয়েকটি ইমারত নির্মাণ বিধিমালা PDF আকারে দেয়া হল। মতামত জানতে পারবেন এই লিংকে।
কিভাবে করবেন ফার ক্যালকুলেশন? বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
DAP_2022-2035 Volume-I_Final Report
প্লট ভিত্তিক FAR এর চার্ট আছে প্রথম খন্ডের ৪৬২ নং পৃষ্ঠায়। এলাকা ভিত্তিক FAR এর চার্ট পাওয়া যাবে প্রথম খন্ডের ৪৬৩ পৃষ্ঠায়। BONUS FAR সম্পর্কে জানা যাবে প্রথম খন্ডের ১০৭ নং পৃষ্ঠায়। পার্কিং সংক্রান্ত নির্দেশনা পাওয়া যাবে প্রথম খন্ডের ১১৩ নং পৃষ্ঠায়। মেট্রোরেল সংক্রান্ত উন্নয়ন নির্দেশনা পাওয়া যাবে প্রথম খন্ডের ১০৭ নং পৃষ্ঠায়।
৩১-০৮-২০২২ ইং তারিখে প্রকাশিত
DAP_2022-2035 Volume-I_Final Report PDF ডাউনলোড লিংক
DAP_2022-2035 Volume-II_Final Report
বিগত ৩১-০৮-২০২২ ইং তারিখে প্রকাশিত
DAP_2022-2035_Volume-II_Final Report PDF ডাউনলোড লিংক
— — —- —- —-
ড্যাপ ২০২২-২০৩৫ সম্পর্কে ওয়েবিনারের ভিডিও দেখতে ক্লিক করুন এই লিংকে
খসড়া ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা-২০২১
ঢাকার রাজঊক আওতাধীন এলাকার এই বিধিমালাটি প্রযোজ্য। খসড়া ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা-২০২১ ডাউনলোড করতে পারবেন এই লিংকে https://tinyurl.com/2fmrdtu8
— — —- —- —-
ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা-২০০৮
রাজধানী ঢাকার রাজঊক আওতাধীন এলাকার জন্য এই বিধিমালাটি প্রযোজ্য। DAP চালু হলেও নতুন ইমারত নির্ঢামাণ বিধিমালা প্রকাশিত না হওয়া পর্যন্ত ইমারত নির্মাণ বিধিমালা ২০০৮ এর বেশ কিছু ফিচার ড্যাপ এর জন্য প্রযোজ্য হবে। ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা-২০০৮ ডাউনলোড করতে পারবেন এই লিংকে https://tinyurl.com/3chtmxcw
How to Prepare RAJUK Approval Drawing under DMINB-2008
Bangladesh National Building Code (BNBC) 2020
ডাউনলোড লিংক https://tinyurl.com/33njdxmm
সম্প্রতি Bangladesh National Building Code (BNBC) 2020 বিএনবিসি ২০২০ গেজেট আকারে প্রকাশিত হয়েছে। এটা শুধুমাত্র ?????????? বা ???? ???? মেনে নিরাপদ বিল্ডিং ডিজাইনের কোড না – সারা দেশে কিভাবে ভবন নির্মাণ হওয়া উচিত, ???????? ?????????? ????????? সৃষ্টি করে সরকার কিভাবে এসব দেখভাল করবে, নির্মাণ কাজ কারা তদারক করতে পারবে, নির্মাণ কাজের গুনাগুণ কিভাবে ঠিক রাখা যাবে, নির্মিত ভবনের অনুমোদন কিভাবে দিতে হবে ইত্যাদি অনেক কিছুই এতে বলা আছে। বিল্ডিং রেগুলেটরি অথরিটি সৃষ্টি করার যে প্রস্তাবনা এতে আছে তা বাস্তবায়নে এবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এগিয়ে আসবে এটাই সবার কাম্য। এই বিধিমালার দ্বারা
- স্থপতি, প্রকৌশলী এবং পরিকল্পনাবিদ এর পরিচয় সঙ্গায়িত করা হয়েছে।
- বিল্ডিং অফিসিয়ালের যোগ্যতা এবং রেফারেন্সের শর্তাবলী স্পষ্টভাবে সংজ্ঞায়িত করা হয়েছে।
- বিল্ডিং নিয়ন্ত্রন কর্তৃপক্ষ গঠনের নীতিগত প্রস্তাব অনুমোদিত হয়েছে।
- বাংলাদেশ বিল্ডিং রেগুলেটরি অথরিটি BBRA এই কোডের রক্ষক হবে।
- BBRA-এর আওতায় পেশাদারদের লাইসেন্সিং প্রক্রিয়া পরিচালনার জন্য একটি কাউন্সিল গঠন করা হবে।
- ডাউনলোড লিংক https://tinyurl.com/33njdxmm
জলসিড়ি আবাসন প্রকল্প (ইমারত নির্মাণ) উপ-আইন ২০২৩
এর আগে জলসিড়ি আবাসন এলাকাতে বিধিমাল-২০০৮ প্রযোজ্য ছিল না। কারন এসব এলাকা রাজউক নয় বরং ক্যান্টনমেন্ট বোর্ডের আওতাধীন। এখানে ঢাকা ক্যান্টনমেন্ট ইমারত নির্মাণ উপ-আইন ২০২০ প্রযোজ্য ছিল। তবে অধুনা ড্যাপ ২০২২-৩৫ গেজেটে এই এলাকার নির্দেশণা থাকায় ৬ই নভেম্বর ২০২৩ তারিখে জলসিড়ি উপ-আইন ইমারত নির্মাণ ২০২৩ প্রণয়ন করা হয়েছে ।
জলসিড়ি আবাসন প্রকল্প (ইমারত নির্মাণ) উপ-আইন ২০২৩ ডাউনলোডের জন্য ক্লিক করুন এই লিংকে https://tinyurl.com/3ht8bc2r
ঢাকা ক্যান্টনমেন্ট ইমারত নির্মাণ উপ-আইন ২০২০
ক্যান্টনমেন্ট এলাকাতে বিধিমাল-২০০৮ প্রযোজ্য নয়। কারন এসব এলাকা রাজউক নয় বরং ক্যান্টনমেন্ট বোর্ডের আওতাধীন। সুতরাং, বর্তমানে ঢাকাসহ অন্যান্য ক্যান্টনমেন্ট আওতাধীন এলাকা সমুহের জন্য এই বিধিমালাটি প্রযোজ্য। যেমন সমস্ত DOHS এলাকা অথবা ব্যক্তিমালিকানাধীন এলাকা যা ক্যান্টনমেন্ট বোর্ড এলাকার অন্তর্ভুক্ত।
ঢাকা ক্যান্টনমেন্ট ইমারত নির্মাণ উপ-আইন ২০২০ বা Cantonment Board Act-2020 ডাউনলোডের জন্য ক্লিক করুন এই লিংকে https://tinyurl.com/nfmucfxs
রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন-২০১০
ডাউনলোড করতে পারবেন এই লিংকে https://tinyurl.com/y4me5wz9
এছাড়াও বিধিমালা গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা জানতে আমদের LAW GUIDE বিভাগ ভিজিট করতে পারেন।
বাড়ি নির্মাণ ও স্থাপত্য সংক্রান্ত বই কিনতে এখানে ক্লিক করুন
#revised_DAP #DAP_2022-2035_revision #DAP_2023 #DAP2023
#জলসিড়ি_আবাসন_প্রকল্প_ইমারত_নির্মাণ)_উপ_আইন_২০২৩
4 thoughts on “DAP_2022-2035 ইমারত নির্মাণ বিধিমালা (পর্ব-২)”
Comments are closed.