মসজিদ স্থাপত্য

ইসলাম ও মসজিদ স্থাপত্য

ইসলাম ও মসজিদ স্থাপত্য

স্থাপত্যে ইসলামের প্রভাব প্রকট । মসজিদ স্থাপত্য হচ্ছে ইসলাম পালন, প্রচার ও প্রসারের অন্যতম স্থাপনা। গম্বুজ, খিলান এবং মিনার এই তিনটি মুসলিম স্থাপত্যের অন্যতম অনুষঙ্গ। এদের মধ্যে গম্বুজ এবং খিলান মূলত কলামমুক্ত ফাকা পরিসর নিশ্চিতের উদ্দেশ্যে এবং বৃহৎ  পরিসরকে আলোকিত করার নিমিত্তে ব্যবহৃত হয়। মূলত কাঠামোগত প্রয়োজনীয়তা থেকে এগুলোর ব্যবহার শুরু করা হয় এবং মসজিদ স্থাপত্যের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে।মসজিদ স্থাপত্য

শুরু থেকেই মিনারের উদ্দেশ্য ছিল উঁচু স্থান থেকে আযানের ঘোষণা দেয়া।

হযরত বেলাল (রাঃ) কাবার ছাদে উঠে আজান দিয়েছিলেন যাতে করে সর্বোচ্চ সংখ্যক মুসল্লীদের কাছে আজানের ধ্বনি পৌছানো যায়।

অন্যদিকে মিহরাব তৈরী হয়েছে জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করার রীতি থেকে। যেহেতু ঈমাম সবার চেয়ে এগিয়ে দাঁড়াবেন তাই মসজিদের অভ্যন্তরের পরিসরের সঠিক ব্যবহার নিশ্চিত করতেই এর উৎপত্তি।

আধুনিক যুগে কাঠামোগত নকশার উৎকর্ষতার কারণে ভিন্ন কৌশলেও তা অর্জন করা সম্ভব। অর্থাৎ,  গম্বুজ বা খিলান ছাড়াও চওড়া পরিসর নিশ্চিত করা সম্ভব।

সুউচ্চ স্থান থেকে আযানের স্বর্গীয় সুর চারিদিকে ছড়িয়ে দিতে মিনারের ব্যবহার এখনও অপরিহার্য।

নকশা প্রণয়নের নীতিতে মিনার এবং মিহরাবকে একই স্থানে সন্নিবেশিত করে একটি

সুউচ্চ মিনারের অবতারনা করলে তা তাওহীদের (একত্ববাদের) প্রতীক হিসেবে গণ্য হতে পারে।

এবং অন্যদিকে সুমধুর আযানের মাধ্যমে কল্যানের পথে আহবানের অধিকরণ ও মুসল্লীদের দিকবর্তিকাও গণ্য হতে পারে বটে।

— লেখকঃ স্থপতি মুহাইমিন শাহরিয়ার, প্রধান স্থপতি, ডিকন্সট্রাকশন আর্কিটেক্টস এবং  জ্যেষ্ঠ স্থাপত্য পরামর্শক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর। 

আরো ইসলামিক স্থাপত্য ভিজিট করতে ক্লিক করুন  আমান মসজিদ, নারায়নগঞ্জ

One thought on “ইসলাম ও মসজিদ স্থাপত্য

Comments are closed.