কাঁচের ব্লক

Know How to use Glass Block in Home Construction

Know How to use Glass Block in Home Construction

কাঁচের ব্লক Glass Block নির্মাণ উপকরণগুলোর মধ্যে একটি ভিন্নধর্মী উপকরণ। রোমাঞ্চকর আলোকিত অন্তঃপরিসরের সৃষ্টিতে এর ব্যাবহার অস্বীকার করা কঠিন। কাঁচ ব্লক কাঁচ নির্মিত এমন একটি উপাদান যা অস্বচ্ছ কিন্তু আলো প্রবাহিত করে আবার একই সাথে গোপনীয়তা রক্ষা করে। এ উপকরণটি নতুন না হলেও এর স্থাপন পদ্ধতি (Installation) অনেকেরই অজানা। যতদূর জানা যায় এই ব্লক বাংলাদেশে প্রথম ব্যবহৃত হয় বিশ্বখ্যাত স্থপতি লুই আই কানের ডিজাইনকৃত সংসদভবনের ছাদে। এর অভ্যন্তরের করিডোরে রোমাঞ্চকর আলোক পরিবেশ সৃষ্টিতে। বর্তমানে আমাদের দেশে এর ব্যবহার অনেকাংশে বেড়েছে। এটি সাধারণত বাথরুমের জানালায়, শাওয়ার পার্টিশান, বিভিন্ন অভ্যর্থনা পরিসরে অথবা অন্তঃপরিসরের পার্টিশান দেয়াল হিসেবে।

এই ব্লক অতিচাপে সংকুচিত কাঁচের দু’টি স্তর দিয়ে গঠিত। এ দু’স্তরের মাঝে আংশিক ফাঁপা জায়গা থাকে। এই ব্লক স্বচ্ছ/অস্বচ্ছ দু’ধরনেরই হয়ে থাকে। এটি প্রতিফলক ধরনের বা বিভিন্ন নকশাকৃত হয়ে থাকে। এসব নকশার অন্যতম উদ্দেশ্য হচ্ছে আলোর বিচ্ছুরণ নিয়ন্ত্রণ। এসব নকশার বিভিন্ন ডিগ্রীর কৌণিক উত্তল বা অবতল তলগুলো বিভিন্ন ধরনের আলোক বিচ্ছুরণ সৃষ্টি করতে সহায়তা করে। আকারে এসব ব্লক সাধারণত ৩-১/৮” অথবা ৩-৭/৮” পুরু হয়। বর্গাকৃতি ব্লকগুলো ৬”, ৮” এবং ১২”-এর বর্গ হয়ে থাকে। অন্যদিকে আয়তাকার ব্লকগুলো ৪” X ৮” এবং ৬” X ৮” হয়। ষড়ভুজাকৃতির ব্লক দু’দেয়ালের সংযোগে বা কর্ণারে ব্যবহৃত হয়। ইটের মত এটি মর্টার থেকে জলীয় অংশ শুষে নেয় না। এর অভ্যন্তরে বিশেষ Plastic-এর একটি দ্রবণ আছে।

কাঁচের ব্লক অন্তঃপরিসর ডিজাইনারদের কাছে খুব দ্রুত জনপ্রিয়তা অর্জন করছে। তবে অনেকেই এর বসানোর সঠিক পদ্ধতি সম্মন্ধে ধারণা না থাকায় অসুবিধায় পড়েন।

Glass Block কাঁচের ব্লক বসানোর পদ্ধতি

দেয়ালের উপরে প্রতিটি ব্লকের স্তরের মাপে ওলনের সাহায্যে রেখা টেনে উচ্চতা চিহ্নিত করতে হবে। এ মাপের সাথে মর্টার/মশলার জন্য ১/৪” যোগ করতে হবে। লেবেল ও Trowel এর হাতল দিয়ে ব্লকগুলোকে রেখা বরাবর এবং লেবেলে রাখতে হবে।

এভাবে প্রত্যেক স্তর বসানোর সময় খেয়াল রাখতে হবে ব্লকগুলো একই সরল রেখায় এবং লেভেল আছে কি না। কংক্রিটের ভিত্তি  বরাবর এক সারিতে পরপর তিনটি ব্লক আলগা ভাবে বসিয়ে ব্লকের অবস্থান নির্ণয় করতে হবে এবং খেয়াল রাখতে হবে যাতে পরস্পর দু’টি ব্লকের মাঝে মর্টারের জন্য ১/৪” ফাঁক থাকে। এক স্তর পর পর মর্টারের ভিতর বিশেষ ইস্পাতের পাত ব্যাবহার করা যেতে পারে।

এই পাতের এক প্রান্ত স্ক্রুর সাহায্যে দেয়ালের সাথে আটকানো থাকে। আলগাভাবে বসানো ব্লক সরিয়ে এবার কংক্রিটের ভিত্তির উপর ৩/৪” পুরু মর্টার সমান ভাবে মাখতে হবে যাতে মর্টার যেন ছড়িয়ে না পরে।  যেসব স্তরে বিশেষ ইস্পাতের পাত ব্যাবহার হবে না সেখানে রিইনফোর্সমেন্ট জালি (বিশেষ তারের জালি) ব্যবহার করা যায়।

একটি ব্লক নির্ণিত দাগে বসানোর পর পরবর্তী ব্লকের এক প্রান্ত পূর্বের ব্লকের প্রান্ত বরাবর বসিয়ে ব্লকগুলিকে একই রেখায় রাখতে হবে। যখন সংযোগস্থানগুলো কিছুটা শুকাতে হবে (এটা এমন অবস্থা যখন আঙ্গুল দিয়ে চাপ দিলে মর্টারে আঙ্গুলের ছাপ পড়ে)। তখন Jointer-এর সাহায্যে সংযোগস্থলকে সমান ও পালিশ করতে হবে এবং মর্টার পুরোপুরি শক্ত হওয়ার আগেই কাঁচের ব্লক গুলোকে পরিষ্কার কাপড় দিয়ে মুছতে হবে।

Know How to use Glass Block in Home Construction

লেখকঃ স্থপতি মুহাইমিন শাহরিয়ার, প্রতিষ্ঠাতা, আর্ক-বাংলা ডট কম, mshahriar@arch-bangla.com

অভ্যন্তরীণ সজ্জায় MDF Board in Interior Design