List of Remarkable Special Heritage Buildings for Right Preservation

List of Remarkable Special Heritage Buildings for Right Preservation

List of Remarkable Special Heritage Buildings for Right Preservation. নং- রাজউক/পরিঃ (উঃনিঃ)/১-এম-২২০/০৭/প্রশাঃ/১৮৫ স্থাঃ- এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা মহানগর ইমারত (নির্মাণ, উন্নয়ন, সংরক্ষণ ও অপসারণ) বিধিমালা, ২০০৮-এর বিধি ৬১ অনুযায়ী রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের মহা-পরিকল্পনাভুক্ত এলাকার ঐতিহাসিক, নান্দনিক, বৈজ্ঞানিক, সামাজিক এবং/অথবা ধর্মীয় গুরুত্বের বিবেচনায় নিম্নোক্ত ভবন ও এলাকাসমূহ নগর উন্নয়ন কমিটির অনুমোদনক্রমে ঐতিহ্যবাহী বিশেষ ভবন/স্থাপনা ও গুরুত্বপূর্ণ এলাকা হিসাবে সংরক্ষণের জন্য তালিকাভুক্ত করা হলোঃ

(ক) ভবন

  1. বিনত বিবি মসজিদ, নারিন্দা
  2. বড় কাটারা, চকবাজার
  3. ছোট কাটারা, চকবাজার
  4. লালবাগ দুর্গ, লালবাগ
  5. ঈদগাহ, সাতমসজিদ রোড, ধানমন্ডি
  6. নিমতলি দেউরী, নিমতলি, ঢাকা
  7. মীর জুমলা গেইট (ঢাকা গেইট), দোয়েল চত্বর, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা
  8. সাতগুম্বজ মসজিদ, মোহাম্মদপুর
  9. অপরিচিত পুরাতন সমাধি, বাঁশবাড়ি, মোহাম্মদপুর
  10. শাহবাজ খান মসজিদ ও সমাধি, পুরাতন হাইকোর্ট এলাকা
  11. কারতালাব খান মসজিদ, বেগমবাজার
  12. খান মোহাম্মদ মৃধা মসজিদ, লালবাগ
  13. শায়েস্তা খান মসজিদ, মিটফোর্ড হাসপাতাল- এর পিছনে, ঢাকা
  14. মুসা খান মসজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা
  15. গোল তালাব, ইসলামপুর
  16. বাকল্যান্ড বাঁধ, সদরঘাট
  17. হলি রোজারিও চার্চ, তেজগাঁও
  18. খ্রীস্টান সমাধি ক্ষেত্র, ওয়ারী নারিন্দা
  19. হোসাইনী দালান (ইমামবাড়া), বখশীবাজার
  20. ঢাকেশ্বরী মন্দির, অরফ্যানেজ রোড, লালবাগ
  21. জয়কালী মন্দির ও রামসীতা মন্দির, বিসিসি রোড, ঠাটারী বাজার
  22. শিখ গুরুদুয়ারা, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা
  23. আর্মেনিয়ান চার্চ, আরমানিটোলা
  24. বড় দায়রা শরীফ, আজিমপুর
  25. তারা মসজিদ আরমানিটোলা
  26. বংশাল জামে মসজিদ, বংশাল রোড
  27. শিববাড়ী মন্দির, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা
  28. নর্থ ব্রুক হল (লালকুঠি), ফরাশগঞ্জ
  29. কসাইটুলী মসজিস, কাসাইটুলী
  30. সেন্ট গ্রেগরীজ চার্চ, জনসন রোড
  31. সেন্ট গ্রেগরীজ চার্চ, লক্ষীবাজার
  32. গ্রীক মেমোরিয়াল, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা
  33. রাধা-গোবিন্দ মন্দির, মিল ব্যারাক
  34. শ্মশান মন্দির ও মঠ বানিয়ানগর, সুত্রাপুর
  35. রাধা-গোবিন্দ মন্দির, সুত্রাপুর
  36. রাম শাহ-এর মন্দির, আমলিগোলা, লালবাগ
  37. আমির উদ্দিন দারোগার সমাধি, বাবুবাজার
  38. গৌড়ী মঠ, নারিন্দা
  39. রামকৃষ্ণ মিশন, গোপীবাগ
  40. নওয়াববাড়ী মসজিদ, দিলকুশা
  41. দেওয়ানবাড়ী কমপ্লেক্স ও মসজিদ আমিনবাজার, মিরপুর
  42. বাহাদুর শাহ পার্ক (ভিক্টোরিয়া পার্ক), সদর ঘাট
  43. পানির ট্যাঙ্ক, বাহাদুর শাহ পার্ক
  44. আমবর শাহ মসজিদ, কারওয়ান বাজার
  45. ভূঁইয়া বাড়ী মসজিদ, বেরাইদ
  46. কালিবাড়ি, সিদ্ধেশ্বরী
  47. আর্চ হাউজ ও বিশপ চার্চ, কাকরাইল
  48. লক্ষী নারায়ণ মন্দির, পাতলা খান রোড
  49. ব্রাহ্মসমাজ মন্দির, লয়াল স্ট্রিট, পাটুয়াটুলি
  50. রাজা রামমোহন লাইব্রেরী, লয়েল স্ট্রিট, পাটুয়াটুলি
  51. রুপলাল হাউজ, ফরাশগঞ্জ
  52. আহসান মঞ্জিল, ইসলামপুর
  53. মিটফোর্ড হাসপাতাল (পুরাতন তিনটি ভবন), ঢাকা
  54. ওয়াইজ হাউজ (বাফা ভবন), ওয়াইজ ঘাট
  55. বর্ধমান হাউজ (বাংলা একাডেমী), ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা
  56. রোজ গার্ডেন, টিকাটুলী
  57. শঙ্খনিধি প্যালেস, টিপু সুলতান রোড
  58. সেন্ট গ্রেগরীজ স্কুল, লক্ষীবাজার, ঢাকা
  59. পগোজ স্কুল, শাখারী বাজার
  60. মানুক হাউজ, বঙ্গভবন
  61. রেসকোর্স গ্যালারী, সোহরাওয়ার্দী উদ্যান, রমনা
  62. ইসকন মন্দির (পুরাতন ভবনসমুহ), দয়াগঞ্জ, নারিন্দা
  63. সুশীলা কুটির, নয়াবাজার
  64. উপাচার্য্য ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়
  65. মধু ক্যান্টিন, ঢাকা বিশ্ববিদ্যালয়
  66. পুরাতন হাইকোর্ট ভবন, রমনা
  67. চ্যামেরী হাউজ, তোপখানা রোড ঢাকা
  68. সরকারী কর্মচারী হাসপাতাল (পুরাতন রেলওয়ে হাসঃ), ফুলবাড়িয়া
  69. প্রশাসনিক ভবন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, লিয়াকত এভিনিউ, ঢাকা
  70. হিন্দু মঠ, টিএসসি কমপ্লেক্স, ঢাকা বিশ্ববিদ্যালয়
  71. কার্জন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়
  72. ফজলুল হক হল, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা
  73. এস. এম. হল ঢাকা বিশ্ববিদ্যালয়
  74. জগন্নথ হল (পুরাতন ভবন), ঢাকা বিশ্ববিদ্যালয়
  75. রশিদ ভবন (রেজিষ্ট্রার বিল্ডিং), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়
  76. বলধা গার্ডেন, ওয়ারী
  77. ২৮ নম্বর উৎসব পোদ্দার লেন-এ অবস্থিত ভবন, সুতারনগর
  78. ৭-৯ কৈলাশ ঘোষ লেন-এ অবস্থিত ভবন, কোতয়ালী
  79. ৮, ৮/১,৮/২ ঝুলন বাড়ী লেন-এ অবস্থিত ভবন, ঝুলন বাড়ী
  80. পররাষ্ট্র মন্ত্রণালয় (পুরাতন কমিশনার বিল্ডিং), সেগুনবাগিচা, ঢাকা
  81. জাতীয় সংসদ ভবন এবং শেরেবাংলা নগর কমপ্লেক্স
  82. আর্ট কলেজ ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়
  83. বিশ্ববিদ্যালয় লাইব্রেরি, ঢাকা বিশ্ববিদ্যালয়
  84. সাবেক শিক্ষা সম্প্রসারণ কেন্দ্র (বর্তমানে নায়েম), ঢাকা কলেজের পিছনে, ঢাকা।
  85. ঢাকা মেডিকেল কলেজ (পূর্বতন কলাভবন, হাসপাতাল ভবন, গেইট হাউজ)
  86. কমলাপুর রেলওয়ে স্টেশন, কমলাপুর
  87. বাড়ী নং- ৩০১-বি (পুরাতন), রোড নং- ২৪ (পুরাতন), ধানমন্ডি আ/এ, ঢাকা।
  88. কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা
  89. শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, মিরপুর
  90. রায়ের বাজার বদ্ধভূমি স্মৃতিসৌধ, রায়ের বাজার
  91. বঙ্গবন্ধু জাদুঘর, রোড নং- ৩২ (পুরাতন), ধানমন্ডি আবাসিক এলাকা, ঢাকা
  92. রাজউক ভবন (পুরাতন ডিআইটি)
  93. নগর ভবন (ঢাকা সিটি কর্পোরেশন), ঢাকা

খ) এলাকা

(বসতি, ইমারত, রাস্তা, গলি, উম্মুক্ত চত্বরসহ)

  1. ফরাশগঞ্জ অঞ্চল

১.১ ঋষি কেশ দাস রোড

২.২ রেবাতি মোহন দাস রোড

৩.৩ বি কে দাস রোড

8.8 ফরাশগঞ্জ রোড

  1. শাঁখারী বাজার অঞ্চল

২.১ শাঁখারী বাজার

২.২ তাঁতী বাজার

২.৩ পনিতলা

  1. সূত্রাপুর অঞ্চল

৩.১ প্যারিদাস রোড

৩.২ হেমন্দ দাস রোড

  1. রমনা অঞ্চল

৪.১ বেইলী রোড

৪.২ মিন্টু রোড

৪.৩ হেয়ার রোড

৪.৪ পার্ক এভিনিউ

 

২। তালিকাভুক্ত ইমারত বলতে ইমারত ও ইমারত সংলগ্ন যে-কোন কাঠামো এবং ইমারতের সীমানার ভিতর অবস্থিত সকল অংশ বুঝাবে ।

৩। নগর উন্নয়ন কমিটির অনুমোদন ব্যতীত এ তালিকাভুক্ত ভবন, স্থাপনা ও এলাকাতে বিদ্যমান ভবন/কাঠামো নগর উন্নয়ন কমিটির অনুমোদন ব্যতীত আংশিক বা সম্পূর্ণ অপসারণ/পূনঃনির্মাণ/ পরিবর্তন/পরিবর্ধন/ পরিমার্জন/ সংযোজনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হলো ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *