List of Remarkable Special Heritage Buildings for Right Preservation
List of Remarkable Special Heritage Buildings for Right Preservation
List of Remarkable Special Heritage Buildings for Right Preservation. নং- রাজউক/পরিঃ (উঃনিঃ)/১-এম-২২০/০৭/প্রশাঃ/১৮৫ স্থাঃ- এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা মহানগর ইমারত (নির্মাণ, উন্নয়ন, সংরক্ষণ ও অপসারণ) বিধিমালা, ২০০৮-এর বিধি ৬১ অনুযায়ী রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের মহা-পরিকল্পনাভুক্ত এলাকার ঐতিহাসিক, নান্দনিক, বৈজ্ঞানিক, সামাজিক এবং/অথবা ধর্মীয় গুরুত্বের বিবেচনায় নিম্নোক্ত ভবন ও এলাকাসমূহ নগর উন্নয়ন কমিটির অনুমোদনক্রমে ঐতিহ্যবাহী বিশেষ ভবন/স্থাপনা ও গুরুত্বপূর্ণ এলাকা হিসাবে সংরক্ষণের জন্য তালিকাভুক্ত করা হলোঃ
(ক) ভবন
- বিনত বিবি মসজিদ, নারিন্দা
- বড় কাটারা, চকবাজার
- ছোট কাটারা, চকবাজার
- লালবাগ দুর্গ, লালবাগ
- ঈদগাহ, সাতমসজিদ রোড, ধানমন্ডি
- নিমতলি দেউরী, নিমতলি, ঢাকা
- মীর জুমলা গেইট (ঢাকা গেইট), দোয়েল চত্বর, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা
- সাতগুম্বজ মসজিদ, মোহাম্মদপুর
- অপরিচিত পুরাতন সমাধি, বাঁশবাড়ি, মোহাম্মদপুর
- শাহবাজ খান মসজিদ ও সমাধি, পুরাতন হাইকোর্ট এলাকা
- কারতালাব খান মসজিদ, বেগমবাজার
- খান মোহাম্মদ মৃধা মসজিদ, লালবাগ
- শায়েস্তা খান মসজিদ, মিটফোর্ড হাসপাতাল- এর পিছনে, ঢাকা
- মুসা খান মসজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা
- গোল তালাব, ইসলামপুর
- বাকল্যান্ড বাঁধ, সদরঘাট
- হলি রোজারিও চার্চ, তেজগাঁও
- খ্রীস্টান সমাধি ক্ষেত্র, ওয়ারী নারিন্দা
- হোসাইনী দালান (ইমামবাড়া), বখশীবাজার
- ঢাকেশ্বরী মন্দির, অরফ্যানেজ রোড, লালবাগ
- জয়কালী মন্দির ও রামসীতা মন্দির, বিসিসি রোড, ঠাটারী বাজার
- শিখ গুরুদুয়ারা, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা
- আর্মেনিয়ান চার্চ, আরমানিটোলা
- বড় দায়রা শরীফ, আজিমপুর
- তারা মসজিদ আরমানিটোলা
- বংশাল জামে মসজিদ, বংশাল রোড
- শিববাড়ী মন্দির, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা
- নর্থ ব্রুক হল (লালকুঠি), ফরাশগঞ্জ
- কসাইটুলী মসজিস, কাসাইটুলী
- সেন্ট গ্রেগরীজ চার্চ, জনসন রোড
- সেন্ট গ্রেগরীজ চার্চ, লক্ষীবাজার
- গ্রীক মেমোরিয়াল, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা
- রাধা-গোবিন্দ মন্দির, মিল ব্যারাক
- শ্মশান মন্দির ও মঠ বানিয়ানগর, সুত্রাপুর
- রাধা-গোবিন্দ মন্দির, সুত্রাপুর
- রাম শাহ-এর মন্দির, আমলিগোলা, লালবাগ
- আমির উদ্দিন দারোগার সমাধি, বাবুবাজার
- গৌড়ী মঠ, নারিন্দা
- রামকৃষ্ণ মিশন, গোপীবাগ
- নওয়াববাড়ী মসজিদ, দিলকুশা
- দেওয়ানবাড়ী কমপ্লেক্স ও মসজিদ আমিনবাজার, মিরপুর
- বাহাদুর শাহ পার্ক (ভিক্টোরিয়া পার্ক), সদর ঘাট
- পানির ট্যাঙ্ক, বাহাদুর শাহ পার্ক
- আমবর শাহ মসজিদ, কারওয়ান বাজার
- ভূঁইয়া বাড়ী মসজিদ, বেরাইদ
- কালিবাড়ি, সিদ্ধেশ্বরী
- আর্চ হাউজ ও বিশপ চার্চ, কাকরাইল
- লক্ষী নারায়ণ মন্দির, পাতলা খান রোড
- ব্রাহ্মসমাজ মন্দির, লয়াল স্ট্রিট, পাটুয়াটুলি
- রাজা রামমোহন লাইব্রেরী, লয়েল স্ট্রিট, পাটুয়াটুলি
- রুপলাল হাউজ, ফরাশগঞ্জ
- আহসান মঞ্জিল, ইসলামপুর
- মিটফোর্ড হাসপাতাল (পুরাতন তিনটি ভবন), ঢাকা
- ওয়াইজ হাউজ (বাফা ভবন), ওয়াইজ ঘাট
- বর্ধমান হাউজ (বাংলা একাডেমী), ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা
- রোজ গার্ডেন, টিকাটুলী
- শঙ্খনিধি প্যালেস, টিপু সুলতান রোড
- সেন্ট গ্রেগরীজ স্কুল, লক্ষীবাজার, ঢাকা
- পগোজ স্কুল, শাখারী বাজার
- মানুক হাউজ, বঙ্গভবন
- রেসকোর্স গ্যালারী, সোহরাওয়ার্দী উদ্যান, রমনা
- ইসকন মন্দির (পুরাতন ভবনসমুহ), দয়াগঞ্জ, নারিন্দা
- সুশীলা কুটির, নয়াবাজার
- উপাচার্য্য ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়
- মধু ক্যান্টিন, ঢাকা বিশ্ববিদ্যালয়
- পুরাতন হাইকোর্ট ভবন, রমনা
- চ্যামেরী হাউজ, তোপখানা রোড ঢাকা
- সরকারী কর্মচারী হাসপাতাল (পুরাতন রেলওয়ে হাসঃ), ফুলবাড়িয়া
- প্রশাসনিক ভবন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, লিয়াকত এভিনিউ, ঢাকা
- হিন্দু মঠ, টিএসসি কমপ্লেক্স, ঢাকা বিশ্ববিদ্যালয়
- কার্জন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়
- ফজলুল হক হল, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা
- এস. এম. হল ঢাকা বিশ্ববিদ্যালয়
- জগন্নথ হল (পুরাতন ভবন), ঢাকা বিশ্ববিদ্যালয়
- রশিদ ভবন (রেজিষ্ট্রার বিল্ডিং), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়
- বলধা গার্ডেন, ওয়ারী
- ২৮ নম্বর উৎসব পোদ্দার লেন-এ অবস্থিত ভবন, সুতারনগর
- ৭-৯ কৈলাশ ঘোষ লেন-এ অবস্থিত ভবন, কোতয়ালী
- ৮, ৮/১,৮/২ ঝুলন বাড়ী লেন-এ অবস্থিত ভবন, ঝুলন বাড়ী
- পররাষ্ট্র মন্ত্রণালয় (পুরাতন কমিশনার বিল্ডিং), সেগুনবাগিচা, ঢাকা
- জাতীয় সংসদ ভবন এবং শেরেবাংলা নগর কমপ্লেক্স
- আর্ট কলেজ ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়
- বিশ্ববিদ্যালয় লাইব্রেরি, ঢাকা বিশ্ববিদ্যালয়
- সাবেক শিক্ষা সম্প্রসারণ কেন্দ্র (বর্তমানে নায়েম), ঢাকা কলেজের পিছনে, ঢাকা।
- ঢাকা মেডিকেল কলেজ (পূর্বতন কলাভবন, হাসপাতাল ভবন, গেইট হাউজ)
- কমলাপুর রেলওয়ে স্টেশন, কমলাপুর
- বাড়ী নং- ৩০১-বি (পুরাতন), রোড নং- ২৪ (পুরাতন), ধানমন্ডি আ/এ, ঢাকা।
- কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা
- শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, মিরপুর
- রায়ের বাজার বদ্ধভূমি স্মৃতিসৌধ, রায়ের বাজার
- বঙ্গবন্ধু জাদুঘর, রোড নং- ৩২ (পুরাতন), ধানমন্ডি আবাসিক এলাকা, ঢাকা
- রাজউক ভবন (পুরাতন ডিআইটি)
- নগর ভবন (ঢাকা সিটি কর্পোরেশন), ঢাকা
খ) এলাকা
(বসতি, ইমারত, রাস্তা, গলি, উম্মুক্ত চত্বরসহ)
- ফরাশগঞ্জ অঞ্চল
১.১ ঋষি কেশ দাস রোড
২.২ রেবাতি মোহন দাস রোড
৩.৩ বি কে দাস রোড
8.8 ফরাশগঞ্জ রোড
- শাঁখারী বাজার অঞ্চল
২.১ শাঁখারী বাজার
২.২ তাঁতী বাজার
২.৩ পনিতলা
- সূত্রাপুর অঞ্চল
৩.১ প্যারিদাস রোড
৩.২ হেমন্দ দাস রোড
- রমনা অঞ্চল
৪.১ বেইলী রোড
৪.২ মিন্টু রোড
৪.৩ হেয়ার রোড
৪.৪ পার্ক এভিনিউ
২। তালিকাভুক্ত ইমারত বলতে ইমারত ও ইমারত সংলগ্ন যে-কোন কাঠামো এবং ইমারতের সীমানার ভিতর অবস্থিত সকল অংশ বুঝাবে ।
৩। নগর উন্নয়ন কমিটির অনুমোদন ব্যতীত এ তালিকাভুক্ত ভবন, স্থাপনা ও এলাকাতে বিদ্যমান ভবন/কাঠামো নগর উন্নয়ন কমিটির অনুমোদন ব্যতীত আংশিক বা সম্পূর্ণ অপসারণ/পূনঃনির্মাণ/ পরিবর্তন/পরিবর্ধন/ পরিমার্জন/ সংযোজনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হলো ।