Tadao Ando তাদাও আন্দো নকশা উপহার দিবেন বাংলাদেশকে
Tadao Ando তাদাও আন্দো নকশা উপহার দিবেন বাংলাদেশকে
স্বনামধন্য জাপানী স্থপতি তাদাও আন্দো বাংলাদেশকে উপহার দিতে চলেছেন শিশুদের জন্য বিশ্বমানের একটি গ্রন্থাগার কমপ্লেক্স। এই সংবাদে বাংলাদেশের স্থপতি সমাজ এবং সাধারন সচেতন নাগরিকদের মাঝে উচ্ছাস দেখা যাচ্ছে। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টোকিওর আকাসাকা প্রাসাদে আন্দোর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করে এ কথা জানান ।
সাক্ষাতের আগে ২৭শে এপ্রিল ২০২৩ ইং তারিখে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বাংলাদেশ জাতীয় জাদুঘর এবং তাদাও আন্দো আর্কিটেক্ট অ্যান্ড অ্যাসোসিয়েটসের মধ্যে একটি MOU বা সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। এতে বাংলাদেশের পক্ষে সই করেন বাংলাদেশ জাতীয় যাদুঘরের মহাপরিচালক মোঃ কামরুজ্জামান এবং তাদাও আন্দো আর্কিটেক্ট অ্যান্ড অ্যাসোসিয়েটসের পক্ষে সই করেন স্থপতি তাদাও আন্দো। জাপানের অনুদানে বাংলাদেশে একটি শিশু গ্রন্থাগার নির্মাণের জন্য এর আগে দুই সরকারের মাঝে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল।
সাক্ষাতকালে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতার প্রকৃত ইতিহাস এবং যুদ্ধের বীরদের গৌরব সংরক্ষণের জন্য সারাদেশে জাদুঘর নির্মাণের বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। তারই অংশ হিসেবে এই শিশু গ্রন্থাগার নির্মিত হবে।
ইতিপূর্বে বিগত বছর ২০২২ এর আগস্ট মাসে বিদ্যুত প্রতিমন্ত্রী জনাব নসরুল হামিদ তার ফেসবুক পোস্টে জানান যে, জাপানে অবস্থিত স্থপতি তাদা আন্দোর কার্যালয়ে তিনি সৌজন্য সাক্ষাত করলে স্থপতি তাদাও আন্দো এই গ্রন্থাগারের নকশা প্রণয়নের বিষয়ে বাংলাদেশ সরকারকে তার আগ্রহের কথা প্রকাশ করেন । যা বর্তমানে প্রধানমন্ত্রীর সফরের মাধ্যমে চূড়ান্ত অগ্রগতীর পথে যাত্রা শুরু করলো।
One thought on “Tadao Ando তাদাও আন্দো নকশা উপহার দিবেন বাংলাদেশকে”
Comments are closed.