DAP ড্যাপ সংশোধন স্থগিত
DAP ড্যাপ সংশোধন স্থগিত
নগর পরিকল্পনাবিদদের সুপারিশ আমলে না নেয়ায় ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) সংশোধন চূড়ান্ত করেনি উপদেষ্টা পরিষদ। ঢাকার বাসযোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ড্যাপ সংশোধন করা হবে। গতকাল গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত হয় বলে সূত্র নিশ্চিত করেছে। DAP ড্যাপ সংশোধন স্থগিত
সূত্র জানিয়েছে, পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী গতকাল ১৯-০৩-২০২৫ সকালে সাড়ে ১০টায় ড্যাপ সংশোধন সম্পর্কিত সভা শুরু হয়। সভায় আমন্ত্রিত ছিলেন গৃহায়ন মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিবসহ অন্যরা।
সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ড্যাপ সংশোধনে নগর পরিকল্পনাবিদদের সুপারিশ আমলে না নেয়া এবং কারিগরি কমিটি থেকে নগর পরিকল্পনাবিদদের বাদ দেয়ার বিষয় নিয়ে কথা হয়। এছাড়া ড্যাপ সংশোধনের ক্ষেত্রে আবাসন ব্যবসায়ীদের অংশীজন হিসেবে রাখার বিষয়টিকে সভায় ‘কনফ্লিক্ট অব ইন্টারেস্ট’ বা ‘স্বার্থজনিত দ্বন্দ্বমূলক’ হিসেবে উল্লেখ করা হয়। এসব বিষয় নিয়ে গৃহায়ন সচিবকে প্রশ্ন করা হলে সভায় তিনি সদুত্তর দিতে পারেননি।
জানা গেছে, গতকালের সভায় ড্যাপ চূড়ান্ত হওয়ার কথা ছিল। এরপর যেকোনো সময় সংশোধন গেজেট হয়ে কার্যকর করত সরকার। কিন্তু সভায় উপদেষ্টাদের আপত্তির মুখে ড্যাপ সংশোধন স্থগিত হয়ে যায়।
ড্যাপ সংশোধনে নগর পরিকল্পনাবিদদের পাশাপাশি পরিবেশবিদদের সুপারিশও গুরুত্ব দেয়ার বিষয়ে তাগিদ দেয়া হয়। এ সম্পর্কে জানতে চাইলে পরিবেশ ও জলাবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বণিক বার্তাকে বলেন, ‘আমরা বলেছি, নগর পরিকল্পনাবিদ ও পরিবেশবিদদের নিয়ে ড্যাপের ফ্লোর এরিয়া রেশিওর (এফএআর) বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। আমলা আর ইঞ্জিনিয়াররা মিলে এফএআর সংশোধন করে ফেলবে তা হওয়ার সুযোগ নেই। আর ঢালাওভাবে আবাসিক এলাকাকে বাণিজ্যিকে রূপান্তর করার বিষয়েও ভাবতে হবে। এ নিয়ে ঈদের পর একটি মিটিং হবে। সেখানে নগর পরিকল্পনাবিদ ও পরিবেশবিদরা তাদের সুপারিশ তুলে ধরার সুযোগ পাবেন।
সূত্র ঃ বণিক বার্তা