ইমারত নির্মাণ বিধিমালা ২০২৫

ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা ২০২৫ এ কি কি পরিবর্তন হলো?

ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা ২০২৫ এ কি কি পরিবর্তন হলো?

অবশেষে ঢাকা মহানগর ইমারত বিধিমালা ২০২৫ প্রকাশিত হয়েছে। ১৫-১২-২০২৫ তারিখে বাংলাদেশ গভর্নমেন্ট প্রেসের ওয়েবসাইটে ১৪ই ডিসেম্বরে প্রকাশিত উক্ত গেজেট আপলোড করা হয়। একই দিনে ড্যাপ ২০২২-৩৫ এর সংশোধনী হিসেবে ড্যাপ ২০২৫ এর গেজেট প্রকাশিত হয়েছে। ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা ২০২৫ সংক্রান্ত নব্য প্রকাশিত গেজেটটি পর্যালোচনা করে বেশ কিছু প্রয়োজনীয় পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। আসুন দেখা যাক কি সেই সব পরিবর্তন।

ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা ২০২৫ PDF ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

ইমারত নির্মাণ বিধিমালা ২০২৫

ঢাকা মহানগর ইমারত বিধিমালা ২০২৫ এর সেটব্যাক

জমির পরিমানের পরিবর্তে ইমারতের উচ্চতাকে বিবেচনায় নিয়ে ২০২৫ এর বিধিমালাতে সেটব্যাক এর পরিমাণ নির্ধারণ করা হয়েছে।

ইমারত নির্মাণ বিধিমালা ২০২৫ setback rule

২০২৫ এর সংশোধন সমূহের বিস্তারিত ব্যাখ্যা সম্পর্কিত ওয়েবিনারে অংশগ্রহণ করতে ব্যানারের লিংকে প্রবেশ করে আসন সংরক্ষণ করুন। 

webinar on DAP

ঢাকা মহানগর ইমারত বিধিমালা ২০২৫ এর ভূমি আচ্ছাদন, অনাচ্ছাদিত স্থান ও বৃষ্টির পানি শোষণার্থে বাধ্যতামূলক সংরক্ষিত এলাকা।

বিধিমালা অনুযায়ী ১০ কাঠা বা তার চেয়ে কম আয়তনের জমিতে ভবন নির্মাণের ক্ষেত্রে সর্বনিম্ন ভূমি আচ্ছাদন বা Minimum Ground Coverage সংক্রান্ত নির্দেশণা প্রণয়ন করা হয়েছে।

ইমারত নির্মাণ বিধিমালা ২০২৫ MGC minimum ground coverage

 

ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা ২০২৫

আরও বিস্তারিত আসছে………

#ঢাকা-মহানগর-ইমারত-নির্মাণ-বিধিমালা-২০২৫ #ঢাকা-মহানগর-ইমারত-বিধিমালা-২০২৫

2 thoughts on “ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা ২০২৫ এ কি কি পরিবর্তন হলো?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *