বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে স্থপতি সমাজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে স্থপতি সমাজ সংহতি জানিয়ে সমাবেশ করলো

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে স্থপতি সমাজ সংহতি জানিয়ে সমাবেশ করলো

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে স্থপতি সমাজ সংহতি জানিয়ে সমাবেশ করলো। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সংহতি জানিয়ে ঢাকার আগারগাও এ স্থপতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (৩১ জুলাই) ‘বাংলাদেশের স্থপতি সমাজ’ ব্যানারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে স্থপতিদের পক্ষ থেকে একটি প্রেস বিবৃতি প্রকাশ ও পদযাত্রা করা হয়। পদযাত্রাটি স্থাপত্যাচার্য মাজহারুল ইসলাম সড়ক প্রদক্ষিণ করে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে স্থপতি সমাজ সংহতি জানিয়ে সমাবেশ করলো চট্টগ্রামেও

গতকাল বুধবার (৩১ জুলাই) ২০২৪ এ চট্টগ্রাম প্রেসক্লাবের সম্মুখেও “শিক্ষার্থীদের পাশে আমরা স্থপতিরা…” ব্যানারে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে স্থপতি সমাজ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে স্থপতি সমাজ অবস্থান করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে

স্থপতি সমাজ সংহতি জানিয়ে বিবৃতি দিয়েছেন

বিবৃতিতে সাম্প্রতিক সহিংসতায় নিহতের ঘটনা ও সংবিধান বিরোধী কর্মকাণ্ড নিয়ে স্থপতি সমাজের অবস্থান তুলে ধরা হয়। এ সময় ১০ দফা দাবি জানায় তারা।

বিবৃতিতে উল্লেখ করা হয়,

  • কোনো অবস্থাতেই আন্দোলনরত নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর গুলিবর্ষণ করা যাবে না।
  • আন্দোলন ঘিরে প্রতিটি হত্যাকাণ্ডের জাতিসংঘের অধীনে তদন্ত ও দোষীদের দ্রুত সময়ে বিচার শুরু করতে হবে। অবিলম্বে শিক্ষার্থীদের হয়রানিমূলক গ্রেফতার বন্ধ ও এরই মধ্যে গ্রেফতার হওয়া ছাত্র, শিক্ষক ও নিরীহ নাগরিকদের মুক্তি দিতে হবে।
  • স্থপতিরা জানায়, সকল নাগরিকদের মত প্রকাশের স্বাধীনতার বিশ্বাসযোগ্য নিশ্চয়তা ও ব্লকরেইড বন্ধ করতে হবে। রাস্তায় মুঠোফোন, বই খাতা চেক করার মত হয়রানিমূলক কর্মকাণ্ড করা যাবে না।
  • এছাড়া শিক্ষার পরিবেশ নিশ্চিত করে দ্রুততম সময়ে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে আহ্বান জানায় স্থপতিরা। জনগণের মাঝে আস্থার পরিবেশে সৃষ্টির লক্ষ্যে সরকারের দায়ী ব্যক্তিদের পদত্যাগসহ বিশ্বাসযেগ্য পদক্ষেপ নেয়ার দাবি জানান তারা।

—প্রেস বিজ্ঞপ্তি

  •  #স্থপতি_সমাজ
  •  #বাংলাদেশের_স্থপতি_সমাজ
  • #আন্দোলনে_স্থপতি_সমাজ
  • #বৈষম্যবিরোধী_ছাত্র_আন্দোলন