ড্যাপ DAP press conference IAB

জনবৈরী ড্যাপ, বৈষম্যপূর্ণ পরিকল্পনাঃ নিম্ন নাগরিক বাসযোগ্যতা ও বিপন্ন পরিবেশ-শীর্ষক সংবাদ সম্মেলন

জনবৈরী ড্যাপ, বৈষম্যপূর্ণ পরিকল্পনাঃ  ২৭শে জুলাই সকাল ১০টা। সাগর-রুনি মিলনায়তন যা সেগুনবাগিচায় অবস্থিত সেখানে তখনও ঝাড়ামোছার কাজ চলছে। স্থপতিরা যেমন রাতজাগা পাখি, সাংবাদিক বা রিপোর্টারেরাও তেমনি রাত জেগে সংবাদ লিখেন। তাই ঢাকা রিপোর্টার্স ইউনিটি ভবনে তেমন কর্মচাঞ্চল্য শুরু হয়নি। আমরা অপেক্ষা করতে থাকলাম।
.
রুগীর ভুল মেডিকেল রিপোর্ট এর ডাটা দেখে যদি রুগীকে সর্বোচ্চ উন্নতমানের চিকিৎসা দেয়া হয় তাহলে সিঙ্গাপুর / আমেরিকা থেকে ডাক্তার এনে সর্বোচ্চ মেডিকেল ইকুইপমেন্ট দিয়েও সেই রোগীকে বাচানো সম্ভব নয়। বিষদ অঞ্চল পরিকল্পনা ২০২২-৩৫ এর ক্ষেত্রেও ঠিক এমনই ঘটনা ঘটেছে।
.
যে কোন এলাকায় অঞ্চল ও নগর পরিকল্পনা প্রণয়নের প্রাথমিক ধাপ হচ্ছে সঠিক ও নির্ভূল ডাটা। সঠিক ডাটা শহরের বাস্তব চাহিদা, জনসংখ্যা, যানজট, জমির ব্যবহার, পরিবেশ, পরিষেবা ও অবকাঠামোর বর্তমান অবস্থা নির্ণয় করে কাঙ্ক্ষিত নগর পরিকল্পনা প্রণয়নে সহায়তা করে। কিন্তু প্রনীত ড্যাপে ছিল গোড়ায় গলদ। অসম্পূর্ণ ও গলদপূর্ণ ডাটার উপর ভিত্তি করে ড্যাপ প্রনীত হবার ফলে এখানে প্রস্তাবিত ভাল ভাল বিষয়গুলো বস্তুত তাঁর কার্যকারিতা হারিয়েছে। ফলে এটা পরিণত হয়েছে বিষ ফোড়ায়। এটা সংশোধন করে কোন লাভ হবে না। সঠিক তথ্য-উপাত্ত দিয়ে একে নতুন করে ডিজাইন করতে হবে।
ড্যাপ DAP press conference IAB
.
সংবাদ সম্মেলন ১০টায় শুরু হবার কথা থাকলেও কয়েকজন রিপোর্টারদের অনুরোধে সম্মেলন শুরু হয় ১০:৩৫ এ। এই সংবাদ সম্মেলনে ড্যাপে বিদ্যমান ১২টি ভুল / দূরভিসন্ধী বাস্থই কর্তৃক তুলে ধরা হয় এবং সবশেষে চার দফা দাবী পেশ করা হয়। দাবী চারটি হচ্ছে
  • রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এবং গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের আইনের সঠিক ও যৌক্তিক বাস্তবায়নের জন্য ডিজিটাল ও সহজলভ্য ভূমি ব্যবহার মহাপরিকল্পনা প্রণয়ন
  • প্রাকৃতিক ও মানবসৃষ্ট সকল দুর্যোগের বিষয় বিবেচনায় নিয়ে দুর্যোগ সহনীয় একটি অংশগ্রহণমূলক ও হালনাগাদ মৌজাভিত্তিক ড্যাপ তৈরি এবং তা প্রতি পাঁচ বছর অন্তর পর্যালোচনা ও পরিচালনা করা
  • বৃহত্তর ঢাকা মহানগরীসহ গাজীপুর, সাভার, কেরানীগঞ্জ ও নারায়ণগঞ্জ এলাকা নিয়ে অবিলম্বে প্রাকৃতিক ও মানবসৃষ্ট সকল দুর্যোগ সহনশীলতা বিবেচনায় নিয়ে একটি অংশগ্রহণমূলক, পরিবেশবান্ধব, জনবান্ধব ও বৈষম্যহীন আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন তিনধাপ ভিত্তিক ভূমি ব্যবহার পরিকল্পনা প্রণয়ন, যেখানে সরকারের ক্লাইমেট চেঞ্জ, এসডিজি, সেনডিয়াল অ্যাগ্রিমেন্ট, জিরো ইমিশনস, ডি-কার্বোনাইজেশন ইত্যাদি আন্তর্জাতিক প্রতিশ্রুতির যথাযথ সংযোজন নিশ্চিত করা।
.
কিন্তু বাস্থই থাকতে এখানে কেন সংবাদ সম্মেলন? বাস্থই তাঁর ভয়েস রেইজ করার গুরুত্ব বোঝানোর জন্য তাঁর সবসময়ের গন্ডি থেকে বের হয়ে এসে রিপোর্টারদের এই জোনে এসেছে। এবং পরবর্তী পদক্ষেপে যদি প্রয়োজন হয় তবে পাবলিক স্পেসেও কার্যক্রম করতে তারা আগ্রহ প্রকাশ করেছে।

One thought on “জনবৈরী ড্যাপ, বৈষম্যপূর্ণ পরিকল্পনাঃ নিম্ন নাগরিক বাসযোগ্যতা ও বিপন্ন পরিবেশ-শীর্ষক সংবাদ সম্মেলন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *